কিভাবে ইমেজ খুজব আমার টেম্পলেট এর জন্য ?
হাই বন্ধুরা সবাই কেমন আছেন, আজ আপনাদের কিছু দরকারী সাইট এর লিংক দেব । আমরা যখন
একটা টেম্পলেট ( Template ) বানাতে যাই আমাদের ইমেজ ( Image ) এর দরকার হয় , আমরা পাগলের মত হয়ে গুগলে খুজে ইমেইজ খুজে ডাউনলোড করে নেই, কিন্তু এই ইমেইজ গুলু যদি আমরা ব্যবহার করে Themeforest সাবমিট করি তাহলে আমাদের সমস্যা হতে পারে কারন সেখনে অনেক প্রিমিয়াম ইমেইজ থাকে নাল ভার্ষন অকারে আমরা বুঝতে পারিনা কোনটা ফ্রি কোনটা প্রিমিয়াম সামনে যেটা পাই সেটাই ডাউনলোড করি কিন্তু এখন থেকে এই কাজটা আমরা আর কখনো করব না । আমি কিছু সাইট এর লিংক দিয়ে দিচ্ছি আপনারা আশা করি যে কোন ধরনের ইমেইজ পাবেন এই সাইট গুলোতে ।
একটা টেম্পলেট ( Template ) বানাতে যাই আমাদের ইমেজ ( Image ) এর দরকার হয় , আমরা পাগলের মত হয়ে গুগলে খুজে ইমেইজ খুজে ডাউনলোড করে নেই, কিন্তু এই ইমেইজ গুলু যদি আমরা ব্যবহার করে Themeforest সাবমিট করি তাহলে আমাদের সমস্যা হতে পারে কারন সেখনে অনেক প্রিমিয়াম ইমেইজ থাকে নাল ভার্ষন অকারে আমরা বুঝতে পারিনা কোনটা ফ্রি কোনটা প্রিমিয়াম সামনে যেটা পাই সেটাই ডাউনলোড করি কিন্তু এখন থেকে এই কাজটা আমরা আর কখনো করব না । আমি কিছু সাইট এর লিংক দিয়ে দিচ্ছি আপনারা আশা করি যে কোন ধরনের ইমেইজ পাবেন এই সাইট গুলোতে ।
- https://www.pexels.com
- https://pixabay.com
- https://stocksnap.io
- https://visualhunt.com
- https://unsplash.com
- https://burst.shopify.com
- http://isorepublic.com
- http://freenaturestock.com
- https://negativespace.co
- https://picjumbo.com
- http://stokpic.com
- http://kaboompics.com
- http://startupstockphotos.com
- https://libreshot.com
- http://fancycrave.com
- https://www.splitshire.com
- http://www.lifeofpix.com
- http://all-free-download.com/free-photos
আশা করি সবার উপকারে আসবে যদি ভাল লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ ।
No comments