পিসিকে নিরাপদ রাখতে বন্ধ করে নিন অটোরান ফিচার।
কোন সাইট ঘাটাঘাটি করছেন। এমন সময় অজান্তেই কোন ভাইরাস আপনার পিসিতে প্রবেশ করে সকল কিছুর এক্সেস পেয়ে গেলো তা চাইবেন না নিশ্চয়ই?
তাই, পিসিকে ভাইরাসের হাত থেকে নিরাপদ রাখতে নিজেই বন্ধ করে নিতে পারেন অটোরান ফিচারটি।
প্রথমে আপনার কম্পিউটারের নোট প্যাড ওপেন করে সেখানে কোড গুলো paste করে দিন।
REGEDIT4
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\IniFileMapping\Autorun.inf]
@="@SYS:DoesNotExist"
ফাইলটিকে এবার .reg এক্সেনশন দিয়ে সেভ করে নিন। যেমন, আমারটা ebangla.reg নামে সেভ করেছি। এবার এই ফাইলটিতে ডাবল ক্লিক করে marge করে নিন। তাহলেই আপনার পিসি থেকে অটোরান ফিচারটি বন্ধ হয়ে যাবে।
তাই, পিসিকে ভাইরাসের হাত থেকে নিরাপদ রাখতে নিজেই বন্ধ করে নিতে পারেন অটোরান ফিচারটি।
প্রথমে আপনার কম্পিউটারের নোট প্যাড ওপেন করে সেখানে কোড গুলো paste করে দিন।
REGEDIT4
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\IniFileMapping\Autorun.inf]
@="@SYS:DoesNotExist"
ফাইলটিকে এবার .reg এক্সেনশন দিয়ে সেভ করে নিন। যেমন, আমারটা ebangla.reg নামে সেভ করেছি। এবার এই ফাইলটিতে ডাবল ক্লিক করে marge করে নিন। তাহলেই আপনার পিসি থেকে অটোরান ফিচারটি বন্ধ হয়ে যাবে।
No comments